জীবন পথ
জীবন পথ


জমছে ক্ষত
জীবন্ত ডাইরীর পাতায় পাতায়,
একিই ব্যাসার্ধে ঘুরে ফিরে
একিই পরিধির সীমারেখায়।
বড়ো গল্পের ভাবনারা শব্দ মিছিল করে,
স্বপ্নগুলো বন্দি
মনকেমনের কারাগারে।
ঠিক ভুলের হিসেব নিত্যদিন,
সময়ের অবাধ্যতা
নিষেধ না মানা স্রোত
ইচ্ছে মানেই বিলাসিতা।
হাওয়ায় ভাসে বিষাদ কষ্ট ,
ওঠা নামা সিঁড়ি কিছুটা দ্বন্দ কিছুটা অস্পষ্ট।
উপসংহার ---------
কি হবে কি জানি,
বিস্তৃত এই পথ
ক্লান্তিতে তুমি আর আমি।