জীবন একটাই
জীবন একটাই
আমাদের জীবন মূল্যহীন,
আমরা জীবিত থাকি মাত্র কয়েকদিন,
তাতেও আমাদের লোভ, চাহিদা অন্তহীন।
পৃথিবী ছেড়ে চলে যাবার সময় সঙ্গে করে নিয়ে যেতে - পেরেছি কি কিছু, আমরা কোনদিন?
তবে বলতে পারেন,
আমাদের কীসের এতো লোভ, কীসের এতো চাহিদা,- কীসের এতো তেজ, কীসের এতো অহংকার, কীসের এতো সম্মান।
কখনো কোনো অভুক্ত ভিক্ষুককে ২০ টা টাকা দিয়েছেন,
দিয়ে বলেছেন, খেয়ে নেবেন?
বা কখনো খাবার দিয়েছেন?
ওই নিরীহ মানুষগুলো তো অভুক্ত থাকে সারাদিন।
আমরা বাঁচবোতো মাত্র দু'দিন।
আর আপনি যে ভগবানের পায়ে পরে থাকবেন ভাবছেন চিরদিন,
কিন্তু সেই ভগবানও তো অস্তিত্ত্বহীন।
কেন শুধু শুধু প্রাণহীন মূর্তির ওপর বিশ্বাস করছেন?
নিজের ওপর ভরসা রাখুন,
আপনি নিশ্চয় সফল হতে পারবেন।
যতদিন বাঁচবেন,
ভিক্ষুকদের নিজের সামর্থ্য মতো সাহায্য করুন,
ওরাও তো মানুষ আপনারা কেন ওদের অবহেলা করছেন?
ওদের দরকার শুধু আপনার সহযোগিতার হাত, ওটা থেকে ওদের বঞ্চিত করবেন না,
সাধারণ ভাবে, সাহায্যের হাত বাড়িয়ে, লোভহীন, চাহিদাহীন, ভাবে বেঁচে থেকে দেখুন না,
আপনার ভালোই লাগবে, খারাপ লাগবে না।
