STORYMIRROR

SUBHAM MONDAL

Abstract Inspirational

3  

SUBHAM MONDAL

Abstract Inspirational

ঝরা পাতার মরশুমে

ঝরা পাতার মরশুমে

1 min
213

ঝরা পাতার মরশুমে,

কিছুই চাই না তােমার থেকে.

শুধু চাই, তােমার ঐ হৃদয়টাতে আগলে রেখো

 আমায়. ঝড় তুফান,বন্যা সব কিছুর হাত থেকে

আমায় আগলে রেখাে..।

 তার ঐ দুচোখের তারায় ঘিরে রেখাে আমায়-তােমার মনিবেদিকায়,

 রেখাে আমায় কুসুমশয্যায়, প্রেমের আতর হয়ে,আনন্দবিহারে রব এক নব উচ্ছাসে...।

 যখন বৃক্ষশাখে, পাতাগুলি ঝরে,অবহেলার তরে,

 তেমনট একদিন, ঋরে যাবাে আমি, তােমার ও হৃদয় হতে।

ঝরে যাবে জীবনের সকল সুখণ্ডলি. ঝরাপাতার মতাে,

 সেদিন সবার মতাে, তুমিও কি যাবে দূরে?


Rate this content
Log in

Similar bengali poem from Abstract