STORYMIRROR

Tapasi Ray

Abstract Comedy Others

3  

Tapasi Ray

Abstract Comedy Others

ঝালমুড়ি ও লেরে

ঝালমুড়ি ও লেরে

1 min
106


লেরে---

এই ঝাল মুড়ি ঝাল মুড়ি

তোর ঝাঁজ কেনো এতো? 

একটু ঝাঁজ কম হলে

ক্ষতি কি বল হতো? 


ঝালমুড়ি---

আমার কোথায় ঝাঁঝ রে

ওরাই তো চায় ঝাঁঝ।

ঝাঁঝ একটু কম হলে 

ওদের মাথায় পড়ে বাজ।। 


লেরে-- 

এতো কিছুর সাথে তুই

থাকিস কেমন করে? 

দম বন্ধ লাগে না তোর

সবার সাথে থাকতে? 


ঝালমুড়ি---

দমটা তো বন্ধ লাগে রে

কিন্তু কি করি বল! 

পেঁয়াজ চানাচুর আমড়া লঙ্কা

ওদের দেখলে বড়ো কষ্ট হয়।। 


সরষের তেল গায়ে পড়লে

জ্বালা ধরে যায়। 

চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে 

ডিস্কো ডান্স করায়!! 


মাগের মধ্যে সবার সাথে 

মিশিয়ে আমায় দেয়। 

বিট নুন দিয়ে আমার 

রাগটা উঠিয়ে দেয়।।


আমি দেখে তৃপ্ত হই

সবাই আয়েশ করে খায়। 

তখন আমার সকল জ্বালা

জল হয়ে যায়।। 


লেরে----

এতে তোর তৃপ্ত হওয়ার

এমন কি আছে? 

ঝালমুড়িয়ালা মাখে

তোর গর্বের কি আছে? 


ঝালমুড়ি---

আমি তো ঝালমুড়ি

বুঝিস না কেন লেরে?

সারাজীবন মাথা মোটা

রয়ে গেলি তুই রে!! 


লেরে----

মাথা মোটা বলবি না রে

আমি গরীবের খাবার। 

তুই তো সবরকমের বিত্তদের

মুখরোচক খাবার।। 


ঝালমুড়ি----


আরে তুই তো লেরে

একটু বেশী ডুবলে শেষ। 

তোর কথা পড়ে না মনে

তুই এখন ব্যাকডেটেড।।


আগের দিনের কিছু মানুষ

রেখেছে তোকে মনে। 

তাদের মাঝেই বেঁচে নে

যতদিন পারিস বাঁচতে।। 


লেরে---

তোর অবস্থা সবসময়ই 

আমার থেকে ভালো। 

সব বিত্তের মানুষ জন

তোকে তেলটা মারে ভালো।। 


ঝালমুড়ি---

তেল মারে নিজেদের স্বাদে

আমার লাভটা কোথায়? 

তোর আমার জীবনের হাল

আছে একই জায়গায়।।







Rate this content
Log in

Similar bengali poem from Abstract