বন্দিনী********
বন্দিনী********
চলে এসেছি তোমার থেকে
অনেক অনেক দূরে।
আমার কথা তোমার এখন
পড়ে না আর মনে।।
ভালো আছো হয়তো এখন
কাহিনী লেখে না কেউ।
হৃদয় থেকে মুছে দিয়েছো
ব্যাঘাত ঘটায় না কেউ।।
ভয় নিয়ে বাঁচতে হয় না
মুক্ত এখন তুমি।
মুক্তি আমায় দিলে না তুমি
রাখলে করে বন্দী

