আবিল
আবিল
বৃষ্টি তুমি কোথায় আছো?
গেলে তুমি কোথায়?
কার উপরে এতো অভিমান!
আঘাত করেছে কি কেউ তোমায়?
যাবার আগে বলতে পারতে,
যেতাম তোমার সাথে।
হারিয়ে যেতাম আমরা দুজন,
নিরুদ্দেশের পথে।।
মেঘ এসে ডাকেনি তোমায়;
অভিমান হয়েছে তাতে?
মেঘ কি করে ডাকবে তোমায়!
ও যে কলুষিত হয়ে গেছে।।
চারপাশের যন্ত্রের সাথে--
মেঘ আবিল হয়ে গেছে।
খোলা আকাশ পেয়েও এখন,
ও খেলতে ভুলে গেছে।।
খেলনা গুলো হাতে পেলে;
তবেই তো ও খেলবে!
যন্ত্রের জ্বালায় নিজেই মেঘ,
জর্জরিত হয়ে আছে।।
মেঘ না ডাকলে তুমি কি আর--
আসবে না তার কাছে?
মেঘকে যে সাজতে দিচ্ছে না,
কেমন করে সে ডাকবে তোমাকে!!
তোমার সাথে ওর গাঁটছড়াটা,
কতো যুগ ধরে বাঁধা।
বিরহী মেঘ তোমার জন্য,
পাচ্ছে অনেক ব্যথা।।
বিরহীনি তুমিও জানি;
তোমারও হচ্ছে কষ্ট।
তোমাদের দুজনের বিরহের জ্বালায়--
ধরিত্রীও যে পাচ্ছে কষ্ট।।
