প্রাচীর
প্রাচীর
ভালোবেসে মানুষকে
কষ্ট অনেক পেয়েছি।
বোকার মতন দেখো কেমন
তোমার কথায়ও ভুলেছি!!
কষ্টগুলো জমিয়ে জমিয়ে
চীনের প্রাচীর গড়েছি।
আমি বড়ো বোকা মেয়ে
বারে বারে হেরেছি।।
বড়ো বুদ্ধিমান তুমি
দাবার চালটা ভালোই দাও।
ওস্তাদের মার শেষ রাতে
সেটাও ভালো বুঝিয়ে দাও।।
