জেগে উঠবোই
জেগে উঠবোই
অন্ধকার, নর্দমা জল ঠেলে জন্মকালে বুঝিনি প্রিয়তমা এ জীবন,
শুধু অরন্য রোদনে বয়ে যাবে, সামান্য তরলের ছোঁয়ায় কীসের শব্দে সন্ধ্যে ঘনায়,
চরাচর জুড়ে আরতির ঘন্টা আর্তনাদের মতো বুড়ি নদী পার হয়ে চলে গেছে,
কুয়াশার সাথে সেই পথে একটা বাদুড় আসে,
ঢেকে দেয় চাঁদের আলোক রেণু এক গভীর অসুখ
সেই আদিমকাল থেকে বয়ে বয়ে এগিয়ে চলেছে মানুষ।
এগিয়ে চলেছে… মৃত্যুর দিকে? কবরের দিকে? চিতার চিলেকোঠায়?
আমি এক মৃত প্রেতাত্মা অন্ধকার বিশ্বাস করতে করতে নির্লিপ্ত তথাগত সাজলাম,
এ কার মগজধোলাই পেটের ভিতর চোলাই বাষ্প হয়, লাশ পোড়ায় পুলিশ,
আব্বুলিশ বলতে বলতে মরে যায় কর্ণ, কর্মকর্তা বধিরশিরোমণি
শুধু পাখির চোখ দেখে দেখে অর্জুন হতে চাওয়া এই পরাবাস্তবে
পাখির গতিপথ থেকে সুর হলো কই?
সামান্য মাতাল অপবাদ ঘুচে গেলে দেখো একদিন জেগে উঠবোই