।। জীবন মানে।।
।। জীবন মানে।।


জীবন মানে শিরদাঁড়া টা শক্ত করে চলা;
জীবন মানে চোখের দিকে তাকিয়ে কথা বলা!
জীবন মানে ভণ্ডামি আর মিথ্যে কথার ইতি;
মনে প্রাণে বাঁচিয়ে রাখা সাহিত্য সংস্কৃতি!
জীবন মানে সঠিক সময় "না" বলতে শেখা;
জীবন মানে ষাট বছরেও প্রেমের পদ্য লেখা!
জীবন মানে বন্দীদশায়, একলা বসে ঘরে;
গান কবিতা গল্প নাটক, শুধুই অবসরে!
জীবন মানে আলোর বেণু, মহালয়ার ভোরে;
জীবন মানে রবীন্দ্রনাথ একাকী অন্তরে!
জীবন মানে স্বপ্ন দেখা, নতুন কিছু গড়া;
পৃথিবী কে নতুন শিশুর বাসযোগ্য করা!
জীবন মানে কঠিন লড়াই, উথাল ঝোড়ো হাওয়া;
জীবন মানে তারই মাঝে, সান্ধ্য ইমন গাওয়া!
জীবন মৃত্যু পাশাপাশি, সময় বড়ো অল্প;
ছোটো হলেও স্বীকৃতি পাক, সব জীবনের গল্প।