STORYMIRROR

Surajit Poddar

Abstract

2  

Surajit Poddar

Abstract

একটা সাদা বিড়াল

একটা সাদা বিড়াল

1 min
300

একটা সাদা বিড়াল, আমাদের কার্নিশ পেরিয়ে

পাশের ছাদ পেরিয়ে, আকাশ পেরিয়ে

থাবা বসাচ্ছে জানলার কাঁচে, নির্বিকার চেয়ে থাকি...

ছুঁয়ে দেখি তার মৃত্যুপথ, বাঁকা চাঁদ

হাহুতাশ করে শীত সমস্ত শরীরে

বাইরে আগুন জ্বলছে আজ। 

শপথের আগুন? মৃত্যুর আগুন?

আশ্রয়ের আগুন? নিরাশ্রয়ের ?

রাম বলতে বলতে কখন মরা হয়ে যায়,

এ সভ্যতা রাখতে পারে না আর

মৃত কবিদের কলমের ভার

অবশেষে জানলা ভাঙে, ঘোর কাটে না আর

নির্বিকার জড়িয়ে ধরে সেই আঁচড়

লাল আলতার ছোপ ছোপ পায়ের ছাপ

খোপ কেটে যায় এই বুকে

সমস্ত ব্যর্থতা অদৃশ্য করে উড়ে যায় উড়ালপুল

মাছি বসে থাকে, পাখি আসে না আর

আমার নৈসর্গিক সকালে...

এ সময় প্রেম হয়? পূজা হয়? কবিতা হয়?

স্লোগানে নৈঃশব্দ নামে, থেমে যায় আলো।

তুমি এখনও অপেক্ষা করো?

প্রেমের? পূজার? কবিতার? বিপ্লবের?

ভিড়ের হৃদয় পরিবর্তন হবে?

প্রশ্ন থেমে যায়, জ্ঞান নিঃসঙ্গ 

ধোঁয়াচ্ছন্ন আকাশ। নির্বিকার।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract