আফিম
আফিম




চকিত গন্ধে গন্ধরাজ ফুটে ওঠে, সূর্যেরও আগে, স্নান করে রাত
যেভাবে শিশু, তার পরম বিস্ময়সহ, হেসে ওঠে
মাঠে মাঠে ছুটে যায় ছেলেদের দল - সামান্য বিকালবেলা
এসবই শেষ হবে, গন্ধরাজ - দুর্গন্ধময় কালো নর্দমায়
সেকথা ঢেড় বলে গেছে, শোনা গেছে, পুঁথি আর পাথরের বুকে
পৃথিবীর বুক থেকে মহাপৃথিবীর বুকে জেগে আছে, অতিশয়
মানুষের লোভ তবু, স্পৃহা তবু, তবু রক্তের স্রোত
চেতনা কি খুঁজে পায় চেতনার তলদেশে মহাচেতনার রোগ?
প্রিয়তমা, কোনো এক মহাবলে, পৃথিবীর দিকে দিকে
ঘৃণা শুধু বয়ে যায়, বয়ে যায় চেতনা - নর্দমা স্রোত
মানুষের সভ্যতা মানুষকে মেরে মেরে জেগে থাকে
সারারাত। সারারাত ছোঁয়া থেকে ঘৃণা ঝরে, প্রেম ঝরে, ঝরে যায়
রাতের সহজ, সাধারণ উপশম, ক্ষতদাগে ফসলের ওম
পিতামহ বলে গেছে দুঃখ তিনখানি,
তাই তিনবার শান্তি বলো
তিনখানি গুণ আছে,
তাই তিন চোখ মেলে ধরো
তাই তিনখানি গুলি এসে, আমাদের রাজপথে
শান্তির প্রতীক হলো।
তিনখানি গুলি এসে মানুষের চেতনাতে
আফিম মেশালো।
দুঃখ তিনখানি - তাই তিনবার শান্তি বলো।।