জীবনীয়
জীবনীয়
বেহিসাবি মনে দাও সামাল
হিসেবে চললে হবে কামাল
নিত্য অর্থ জমে হয় পাহাড়
সঞ্চয় মন রয় যাহার।
পঞ্চইন্দ্রিয়ের উপচয়ে
বাড়িবে ধী- শক্তি নিশ্চয়ে
চক্ষু মেলো প্রীতির আবেশে
রহিবে দৃষ্টি হৃদয় হরষে।
শ্বাসে প্রশ্বাসে শুভ মননে
নাসান্দ্রিয়ে ফুল চন্দন ঘ্রাণে
কর্ণ কুহরে মধুর ঝংকার
কদাচ না আসে ভয় শঙ্কার।
পরশে শিহরণ উন্নত সাড়া
মন্দ স্পর্শ থাকুক অধরা
হৃদয় দেবতার চরণে সুবাস
বক্ষ ভরে রয় জীবনীয় শ্বাস।
জিহ্বায় স্বাদ পঞ্চামৃতের
মন জপে সদা একমনে ইষ্টের
দেবভুমি হবে দেব অঙ্গন
জীবন স্বর্গ শ্রীঅঙ্গন।
