ইচ্ছের পাটাতন
ইচ্ছের পাটাতন


প্রত্ন তান্ত্রিকতার বাঁধনে বাঁধা থাকলেও-
সম্পূর্ণ যত্ন করতে পারিনি,
তোর ইচ্ছেটাকে।
গোলক ,বুলবিলের পাটাতনে,
বোধহয় আটকে গেছে ওটা।
কিন্তু ধারালো চাক্ষুষতাও, হার মানছে তার কাছে।
গোপনীয়তার সঙ্গে বাঁধতে পারলে,
বোধ হয় ভালো হতো।
চিরন্তন সত্যকেই বা কতবার বিরক্ত করি?
আকাঙ্ক্ষিত শব্দদূষণেও ভারিত্ব এসেছে।
টেলি তার জোড়া থাকলেও,
তার বাজনা গেছে থেমে।
ঘর শান্ত গুদামের মতোই গুমোট এখন।
শুধু উপলব্ধিটাই কথা বলে।