STORYMIRROR

ARINDAM KAURI

Abstract

2  

ARINDAM KAURI

Abstract

ঠাকুমার স্নেহে

ঠাকুমার স্নেহে

1 min
417


এখনও স্পষ্ট সেই ঠাকুমার কোলে কাটানো প্রতিটি সন্ধ্যা।

প্রতিটি গল্পে অভিজ্ঞতার রাশ পরিপূর্ণ।

গরম বাদামভাজায় মোড়া প্রতিটি বিকেল-

চাঞ্চল্যতার সুখ অঙ্কন করে বেড়ায়।

মনে করিয়ে দেয়, চারমাথার মোড়ে হাত রাস্তা পার করে দেওয়া।

পুরোনো বায়নাগুলো উবে গেছে বয়স বৃদ্ধিতে।

এখন আর ঠাকুমাকে ডাক দিইনা,

প্রনাম করি ছবিতে।

ঠাকুমা বড্ড স্বার্থপর হয়েছে;তার স্নেন বিলাতে।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract