হঠাৎ বৃষ্টি
হঠাৎ বৃষ্টি
বৃষ্টি তুমি এলে আবার কিসের সঙ্গ ধরে,
কালী পুজোর দ্বীপের আলো জ্বলবে কেমন করে।
কালো মেঘের চাদর ঢাকে নীলাকাশ পরে,
গোবর্ধনদেব'র পুজো হয়নি কারুর ঘরে।
মনের কোণে জমিয়ে রাখা দুঃখ আবর্জনা,
আজকে বুঝি ঝরুক ঝরে হয়ে বৃষ্টি কণা।
স্মৃতির পাতায় খুঁজে পাওয়া মুক্ত মানিক সোনা,
স্বপ্ন ফানুস উড়িয়ে দিয়ে আশার দিন গোনা।