হৃদয়ের গান
হৃদয়ের গান
দখিনা বাতাস মাতাল হয়েছে
হেলিয়া দুলিয়া বয়,
ছুঁয়ে যায় তব তন্বী শরীর
কানে কানে কথা কয় |
আদরে আবেগে কেশরাশি নাচে
আনমনা মন ভাসে,
চকিত চাহনি প্রিয়জনে খোঁজে
বাড়িছে মনের আশে |
একাকী কেন যে এই মধুমাসে
চিন্তা বাড়িয়ে দাও,
হাওয়ার দাপটে সাগরের বুকে
ভেসে যেতে পারে নাও |
পাঠিয়ে দিয়েছি বার্তা বাতাসে
তোমায় জানাবে জেনো,
অনুভবে তুমি আবেশ ছড়িয়ে
হৃদস্পন্দন শোনো |
সোহাগী পবনে আলতো ছোঁয়ায়
বাড়িয়ে তুলেছে লাজ,
হৃদয়ের গান হৃদয় শুনিছে
ত্রিভুবনে রাঙা সাজ |

