'হৃদয় সৈকতে'
'হৃদয় সৈকতে'


বিষাদের সুর ভুলে মনে বাজে কলতান-----
যুক্তি, তর্ক সে সব তোলা থাক সময় বিশেষে,
মিষ্টি মধুর মূহুর্তগুলো সাজিয়ে রাখতে চাই যতনে.
সময়ের হাতে বন্দী সবাই------
বয়ে চলেছি দিনের পর দিন একটু একটু করে,
এলোমেলো ভাবনাকে অকারণে প্রশ্রয় দিয়ে ফেলি,
হৃদয়ের পরতে অদ্ভুত ভালো লাগা খেলা করে,
সুখের নীড়েও ভিজে যায় চোখের পাতা স্বপ্নের আড়ালে, নীরবে!