STORYMIRROR

PRIYABRATA DAS

Abstract Others

3.4  

PRIYABRATA DAS

Abstract Others

হৃদয় খোঁজে তোমায়

হৃদয় খোঁজে তোমায়

1 min
322


গগন মাঝে অপার আলোক হে কাব্যরবি

বরণ ডালায় কাব্য কুসুম লও চির অঞ্জলী,

উতল বাঁশির মাতাল সুরে দিলেন ধরা কাব্যদেবী

হৃদয়ের ক্যানভাসে জিয়ন রঙের কাব্য তুলি।


না আছে মন্ত্র, অলীক স্বপ্ন, "মুক্তধারা" দৃষ্টি

অন্তরে তুমি রবে সমীচীন চির গহিন ব্যথায়,

বাঁধন হারা "সোনার তরী" আকাশ গঙ্গা সৃষ্টি

মৌন মুখর ঝর্না ধারা হৃদয় খোঁজে তোমায়।


সমাজের নারী, প্রকৃতি ও শিশু, অপরকে ভালোবাসা

কাব্যিক কাহিনী বাস্তব মাটিতে কলম স্রোতের মতন,

শেষ পরিচয়ে আছো হৃদয়ে দূর স্রোতে ভেসে আসা

বিচ্ছেদ মুছে যাক চিরতরে ভ্রাতৃত্বের সেতু বন্ধন।


আজ বেদনাতে ভরে ওঠে মন, ব্যথার ভাষা বোঝে

আরও একবার জন্মিও তাই এই পৃথিবীর মাঝে,

সমাজের বুকে "মনিহার" তুমি, "চিত্রাঙ্গদা" সাজে

তাইতো আজ কুড়িতে এসেও হৃদয় তোমায় খোঁজে।


এতো দুর্নীতি, এতো অবিচার, নেই আদর্শ নীতি

নবসমাজ রাখতে নারাজ তোমার পুরনো স্মৃতি।

অপসংস্কৃতির মড়কে মোড়া এমন দুর্দিনে,

বিবেক থেকে প্রণাম জানাই কবিগুরুর চরণে।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract