হেরো
হেরো


এখনও তো দিব্বি বেঁচে আছি ,
দিনযাপনে খেলছি কানামাছি ,
রাত্রিবেলা জাপ্টে ধরছি বালিশ ;
ফুটপাথে রোজ ধাক্কা খাচ্ছি ,
ভীড়ের মাঝে পথ হারাচ্ছি ,
মানিয়ে নিচ্ছি, কার কাছেই বা করব এসব নালিশ!
এখনও তো দিব্বি জুটছে খাওয়া,
মনখারাপে গঙ্গাপাড়ের হাওয়া,
সন্ধ্যেবেলা রঙ্গীন জলে চুমুক;
এখনও তো রোজ আকাশ দেখি,
পকেটে হাত সামলে রাখি
মাঝেমধ্যে পয়সা দিয়েই কিনে নিচ্ছি চুমু;
সময়ের সাথে দিব্বি লড়ছি,
শেষবাজারে বাজার করছি,
ঘন্টা খানেক সঙ্গে থাকছে সুমন;
চা এর কাপে ঝড় তুলছি,
বন্ধুমহলে ঢপ মারছি,
আর লোক দেখানো নকল আস্ফালন।
তবুও এখনও সত্যি আছি ভালো,
শহর জুড়ে নীল সাদা সব আলো,
ভালোই লাগে হাঁটতে একা একা;
সবার ঘর ভরে থাক ভাতের গন্ধে,
কবিতারা সব থাকুক ছন্দে,
শুধু নোংরা ঘেঁটে কোড়াতে হয় টাকা।