STORYMIRROR

Ritabrata Banerjee

Classics

4.7  

Ritabrata Banerjee

Classics

হেরো

হেরো

1 min
479


এখনও তো দিব্বি বেঁচে আছি ,

দিনযাপনে খেলছি কানামাছি ,

রাত্রিবেলা জাপ্টে ধরছি বালিশ ;

ফুটপাথে রোজ ধাক্কা খাচ্ছি ,

ভীড়ের মাঝে পথ হারাচ্ছি ,

মানিয়ে নিচ্ছি, কার কাছেই বা করব এসব নালিশ!


এখনও তো দিব্বি জুটছে খাওয়া,

মনখারাপে গঙ্গাপাড়ের হাওয়া,

সন্ধ্যেবেলা রঙ্গীন জলে চুমুক;

এখনও তো রোজ আকাশ দেখি,

পকেটে হাত সামলে রাখি 

মাঝেমধ্যে পয়সা দিয়েই কিনে নিচ্ছি চুমু;


সময়ের সাথে দিব্বি লড়ছি,

শেষবাজারে বাজার করছি,

ঘন্টা খানেক সঙ্গে থাকছে সুমন;

চা এর কাপে ঝড় তুলছি,

বন্ধুমহলে ঢপ মারছি,

আর লোক দেখানো নকল আস্ফালন। 


তবুও এখনও সত্যি আছি ভালো,

শহর জুড়ে নীল সাদা সব আলো,

ভালোই লাগে হাঁটতে একা একা;

সবার ঘর ভরে থাক ভাতের গন্ধে,

কবিতারা সব থাকুক ছন্দে,

শুধু নোংরা ঘেঁটে কোড়াতে হয় টাকা।


Rate this content
Log in

More bengali poem from Ritabrata Banerjee

Similar bengali poem from Classics