মুখোশ
মুখোশ


রোজই ফিরি বাড়ি,
রোজই কত চেনা মুখ দেখি
পথে ঘাটে ;
শুধু বাড়ি ফিরে
আয়নায় তাকালেই মনে হয়
এ লোকটাকে আগে দেখিনিতো এ তল্লাটে।
রোজই ফিরি বাড়ি,
রোজই কত চেনা মুখ দেখি
পথে ঘাটে ;
শুধু বাড়ি ফিরে
আয়নায় তাকালেই মনে হয়
এ লোকটাকে আগে দেখিনিতো এ তল্লাটে।