গত বিদায়ী
গত বিদায়ী
ভাসিয়ে দিয়েছি গতকালের ঘট, ঘটা করে
গঙ্গার বুকের ওপর আলতো হাতে স্পর্শ মাখিয়ে।
ফেরার সময় হাওয়ার সাথে বিদায় দিয়েছি পরশু পর্যন্ত জমিয়ে রাখা শোকের কিছুটা
হয়তো অর্ধেক, হয়তো বা তার চেয়ে কিছুটা কম|
শোকেরা স্বাবলম্বী|
আগুনের ধর্ম পালন করবে বলে কথা দিয়েছে আমায়|
প্রথামতো ঘটবিসর্জন সমাপ্ত হলে মন্ত্রহীন সশব্দ জলজ অভিষেকে মাথা তুলে পেছন ফিরতেই ...
আকাঙ্খার আঁকিবুকি, মায়ার আল্পনা, পিছুটানের নেশা
মাদকের মতো জাপটে ধরলো
নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম
নাহ! ঘটটা ডুবলো কিনা সেই দৃশ্য দেখা আমার উদ্দেশ্য ছিলো না
আমি দেখতে চেয়েছিলাম আকার আকৃতিগত পরিবর্তন,
দেখতে চেয়েছিলাম জলের হাহাকার
আজ ভিতরঘর থৈ থৈ
আজ আমি ফেলে আসা ওই ঘটটাকেই সমগ্র নদী হতে দেখছি।