গোপন কবিতা
গোপন কবিতা
1 min
511
কিছু কথা থাকে গোপন
প্রেমের ইচ্ছাগুলো প্রবল তখন
প্রজাপতি মতো চঞ্চল মন।
রাত্রির ঘনিষ্ঠ অন্ধকার
দৃষ্টি হারিয়েছিলো আমার
যৌবনের উন্মাদ নেশাতে
তোমার উজ্জ্বল ঊরুতে ।
আমার ঠোটের স্পর্শে
চোখ বুঝলে বিশ্বাসে
ভালো বাসার হলো মৃত্যু , কামানায়।
কোমল যৌবন মৃগনাভীর সুগন্ধের পসরা ।।
মেরুজ্যোতির মাদকে আসক্ত জিহ্বা
ঠোটের তিলে......
হৃদয় কেঁপে ওঠে, থড়ে থড়ে ।।
কেমন এক বিষাক্ত নেশায় বদ্ধ আমি
তোর গোপন প্রেমি
অবৈধ সব আমার লেখা
পারলে তুমি গুছিয়ে নিয়ো ,
ভালোবাসার পর এটাও একটা নেশা ।।