গোলাপি প্রেম
গোলাপি প্রেম
জীবন চলার পথে, হৃদয়ে প্রেমকে খোঁজে,
পাপড়ি ফোঁটে বুঝি নগ্ন গোলাপি লাজে।
রাতের তারা জ্বলে বিভোর কোন স্বপ্ন মাঝে,
নিরব ব্যাথা - কথার মালায়ে আপনি সাজে।
কোন সুদূর পথের একা যাত্রী আমি,
তৃষ্ণার জল তুমি, শীতল হোক মরুভূমি।
শক্ত বাহুর মাঝে লুকিয়ে রাখো তুমি,
এই ভাব কাটে কাটুক লক্ষ দিনযামি।

