গণপ্রজাতন্ত্র দিবস-৪
গণপ্রজাতন্ত্র দিবস-৪


ভাসমান জীবনকথা কলাপাতায়,
বাঁচাও প্রাণ অস্তমিত বাংলায়!
হাল্লার রাজা এসেছে রাজত্বে,
দুঃখ-দুর্দশা মানুষের ভাগ্যে।
ঠুনকো অজুহাতে হয়রান জীবন,
বশংবদেরা আজও করছে শাসন,
দিকে-দিকে উন্নয়নের জোয়ার,
গরিবের ভাণ্ডার হচ্ছে সাবাড়।
বন্দুকই প্রকৃত ক্ষমতার উৎস,
নকল ভোটে ভরছে ব্যালটবাক্স,
ক্ষুধার জ্বালায় জীবন ভাবায়,
আসল গণতন্ত্র পাবে কোথায়?