ঘুমের দোলনা
ঘুমের দোলনা


সারারাত ধরে বাড়ির পাশেই চাঁদ ছিল
চাঁদের পাশে হৃৎপিণ্ডের কুয়াশা
তুমি তাকি দেখেছিলে?
জানলার গায়ে বিশৃঙ্খল পর্দা ছিল
হাওয়াতে ছিল কোনো জলাশয় শুয়ে
কি জানি কি করে ঘুমোলে!
পারে বাঁধা ছিল একটা নৌকা অনন্যোপায়
রক্তের নদী জোয়ার ভাঁটায় দোলাল
নিশব্দের খেলনা।
ট্রেনের শব্দ হয় এল নয় গেল
পোস্টের আলো ঘুমিয়ে ছিল অন্ধকারে
তারপর যেন দুলল ঘুমের দোলনা
ঘুম পেল আমারও।