এথিকস
এথিকস


জঙ্গলে যে জন্তু-জানোয়ার থাকে
তাদেরও কিছু এথিকস আছে,
মানুষের নেই।
জঙ্গলের কোনও পশু
কোনও পশুর সঙ্গে
কখনও পশুর চেয়ে খারাপ আচরণ করে না।
কখনও কোনও পশু
লোকালয়ে ঢুকে বাড়িঘর ভেঙে, উপড়ে ফেলে
বসতি গড়ে না।
কখনও কোনও পশু
তাদের কোনও বাচ্চাকে ফুঁসলিয়ে
বা লোভ দেখিয়ে
কিংবা জোর করে
কখনও কিছু করে না।
আর মানুষ?
ছ'মাসের একটা দুধের শিশুর ওপরেও
কেমন অনায়াসে ঝাঁপিয়ে পড়ে একাত্তর বছরের বৃদ্ধ।
জঙ্গলে যে জন্তু-জানোয়ার থাকে
তাদেরও কিছু এথিকস আছে,
মানুষের নেই।