STORYMIRROR

Sukumar Roy

Classics

0  

Sukumar Roy

Classics

একুশে আইন

একুশে আইন

1 min
4.6K


শিবঠাকুরের আপন দেশে,

আইন কানুন সর্বনেশে !

কেউ যদি পা পিছলে প'ড়ে,

প্যায়দা এসে পাক্‌‌ড়ে ধরে,

কাজির কাছে হয় বিচার-

     একুশ টাকা দণ্ড তার ।।

সেথায় সন্ধে ছটার আগে

হাঁচ্‌‌তে হ'লে টিকিট লাগে

হাঁচ্‌‌লে পরে বিন্‌ টিকিটে

দম্‌দমাদম্‌ লাগায় পিঠে,

কোটাল এসে নস্যি ঝাড়ে-

     একুশ দফা হাঁচিয়ে মারে ।।

কারুর যদি দাঁতটি নড়ে,

চারটি টাকা মাশুল ধরে,

কারুর যদি গোঁফ গজায়,

একশো আনা ট্যাকসো চায়-

খুঁচিয়ে পিঠে গুঁজিয়ে ঘাড়,

     সেলাম ঠেকায় একুশ বার।।চল্‌‌তে গিয়ে কেউ যদি চায়

এদিক্‌ ওদিক্‌ ডাইনে বাঁয়,

রাজার কাছে খবর ছোটে,

পল্টনেরা লাফিয়ে ওঠে,

দুপুর রোদে ঘামিয়ে তায়

     একুশ হাতা জল গেলায়।।

যে সব লোকে পদ্য লেখে,

তাদের ধ'রে খাঁচায় রেখে,

কানের কাছে নানান্‌ সুরে

নামতা শোনায় একশো উড়ে,

সামনে রেখে মুদির খাতা-

     হিসেব কষায় একুশ পাতা।।

হঠাৎ সেথায় রাত দুপুরে

নাক ডাকালে ঘুমের ঘোরে,

অম্‌নি তেড়ে মাথায় ঘষে,

গোবর গুলে বেলের কষে,

একুশটি পাক ঘুরিয়ে তাকে

     একশ ঘণ্টা ঝুলিয়ে রাখে।।


Rate this content
Log in

Similar bengali poem from Classics