STORYMIRROR

Subhadeep Bandyopadhyay

Classics

4  

Subhadeep Bandyopadhyay

Classics

একটু আলো চাই

একটু আলো চাই

1 min
159

মনের অন্ধকারের সঙ্গে লড়তে-লড়তে হাপিয়ে পড়েছি তাই-

একটু আলো চাই .


যে পথের শুরু আছে নেই যার শেষ -

সেই পথেই এগিয়েছিলাম ছেড়েছিলাম দেশ ,

ভেবে ছিলাম সবই পাবো সবই হবে বেশ ,

হলো কি তাই,এই ভেবে মনে যে হয় ক্লেশ ,

নিজের চোখে চোখ রাখতে ভয় পেলাম রে ভাই ,

তাই একটু আলো চাই .


মা এর বন্ধন,

প্রেমের স্পন্দন,

হাসি আর ক্রন্দন 

সবই তো দেখলাম ...এবার কোথায় যাই,

তাই একটু আলো চাই .


শেষ এর আগে শেষ কভু নয়,

এই তো ছিল প্ৰণ,

লড়ে গেলাম এই ভেবে দিয়ে নিজের ধন,

হলো কি সার্থক আমার জীবন রয়ে গেল ধাঁধা ,

কাকে যে আমি জিজ্ঞেস করি আমি যে বড়ই হাঁদা,

এই অঙ্কে যে আমি ভীষণ কাঁচা ,তাই তো হিসাব নাই ,

দোহাই তোমার,হে প্রভু আমার,

একটু আলো চাই . 


Rate this content
Log in

Similar bengali poem from Classics