নিভৃত জোছনা
নিভৃত জোছনা
নিভৃত জোছনা আজ তোমারে চাই,
রাতের কিনারা খুঁজে, মরুভূমি প্রান্তরে ,
মেঘের গালিচায় আজ তোমারে চাই ,
যদি পারো কভু বয়ে এন রেনু ,
সাগরের গভীরে আজ তোমারে চাই ,
পথ দেখায় পথ,হাটা পথে জনপদ ,
বেচা-কেনার মাঝে আজ তোমারে চাই ,
গানের ডালি তে সুরভীত হয় সন্ধ্যা ,
শব্দের মর্মে আজ তোমারে চাই,
সাঙ্গ হলো জীবন মেলা,
শেষ স্বাসে দড়ি খেলা,
নিথর শরীরের আবদারে তোমাকে চাই,
নিভৃত জোছনা আজ তোমারে চাই,.

