একটা মেয়ের মনের কথা
একটা মেয়ের মনের কথা
একটা মেয়ে দুঃখ পেলে
চোখ করে ছলছল,
আরেকজনার মনের কথা
লুকিয়ে রাখার ছল।
দুই জনাতে এক তো নয়,
একই সাথে থাকে,
অনেক সুখের স্বপ্নগুলো
হরেক রঙে আঁকে।
সুখের স্বপ্ন অ-সুখ হয়ে
ঝরায় চোখের জল,
ঘৃণা করেও কেউ করলে
ভালোবাসার ছল।
