একতরফা ভালোবাসা
একতরফা ভালোবাসা
ভাবণা গুলো মনে মধ্যে নড়াচড়া করে।
ঘুম আসে না চোখে আঁধারটাকেও নিঙরে।
ভেবেছিলাম থাকবো তোমার মনে শহরে,
কিন্তু এখন তো আমি সরে গেছি অনেক দুরে,
তবুও কেন তুমি আসো আমার স্মৃতি বারান্দায়,
আমি তো চেয়েছিলাম তোমায়
প্রতি শ্বাস প্রশ্বাসে ,
বাঁচাতে চেয়েছিলাম তোমাকেই ভালোবেসে।
মুখগোমরা রাতের আকাশের বুকে ভিতরে
জানি না কত ক্ষত জমে আছে অন্ধকারের গভীরে।
খবর রাখিনি কোন দিনই।
হলে তুমি অভিমানী , ফিরতে ঠিক একদিন জানি।
মনে ভিতরে অনেক দুঃখ পুষে
তবুও আমি বেশ আছি তোমাকে ভালোবেসে।
না কিছু পাওয়ার আশা ,
না ভয় হারাবার।
বেঁচে থাকুক আমার একতরফা ভালোবাসা
নাইবা হলো লেনদেনের কারবার।

