একতা
একতা
*চলো একত্র হই*
একই দেশেতে বাঁচি মোরা
রোজ একই সূর্য দেখি ,
কেন তবে বর্ণের পার্থক্যে
ঘরে বাইরে করি আঁকি বুকি ?
মোরা একই মাটিকে আঁকড়ে ধরি
একই জল করি পান ,
কেন তবে উৎসবে করি ভেদাভেদ
করিনা সকলকে আহ্বান ?
মোরা একই বৃষ্টি মাখি গায়ে
একই সবুজ বনকে করি আলিঙ্গন
বিদ্বেষে তবে কেন ভরিয়ে রাখি আমাদের গৃহ প্রাঙ্গণ ?
একই মায়ের জঠরে জন্ম মোদের
একই কোলে লালন পালন
নির্বিচারে কেন চায় তবে
একে অপরের অকল্যাণ ?
ভারতমাতা গড়লো মোদের
এগোতে দিল উন্নতির দিকে
মূর্খের মত দ্বন্দ্ব বাঁধিয়ে করেছি
মোরা ভারত মায়ের সম্মানকে ফিকে ।
প্রতিহিংসা , বিবাদ আর দ্বন্দ্ব গুলো ভুলে গিয়ে
চলো না সংসার গড়ি আজ ঐক্য হয়ে ।
ধর্ষণ মুক্
ত সমাজ লিখবো ইতিহাসের পাতায়
ভুল ভ্রান্তি ভেঙে মোরা লিখবো সব নতুন খাতায় ।
বোরখা , হিজাব , ঘোমটা, টুপি
নিজ নিজ থাক স্থানে
হাতে হাত লাগিয়ে নতুন ভারত
গড়ি চলো প্রাণপণে ।
শেষ হোক আজ কালো, ফর্সার তর্ক বিতর্ক
ধীরে ধীরে উঠুক গড়ে ভাতৃত্ববোধ থাকবে না যার কোনো শর্ত ।
সমান ভাবেই গড়ে উঠুক মন্দির মসজিদ আর গীর্জা
সব জাতিই সম্মানিত হোক সমান রূপে , থামুক নিন্দা চর্চা ।
আত্মায় আত্মায় মিলন হোক
মনুষ্যত্ব হোক সর্বোত্তম পরিচয়
হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন সবে মিলে যেনো ভারতীয় হয়েই রয় ।
কি এসে যায় পূজার করার রীতিনীতিতে , বারো মাসে তেরো পার্বনের সমাহার
জাতিভেদের অন্তরালে মরছে কত শিশু অনাহার ।
রক্ত যখন নিচ্ছো সবে বাঁচার অভিপ্রায়ে
ধর্মের মাপকাঠি তখন হচ্ছে কেন খাটো, বিচারসভার রায়ে ?