STORYMIRROR

Anupam Rajak

Comedy Others

3  

Anupam Rajak

Comedy Others

একশো টাকার নোটটা

একশো টাকার নোটটা

1 min
185

খরচ না করে দু দিন ধরে,

পকেটে রেখে ছিলাম তারে। 

মাসের শেষটা জল খেয়ে থেকে 

পার করেছি, তবু তারে,

বের করিনি, পাছে খরচ হয়ে যায়!

সেই নোটটাকে চেয়ে নিল সে,

অসুস্থ ছেলেকে ওষুধ কিনে দেবে বলে।

বলে ছিলাম তারে, ফিরিয়ে দিও যথা সময়ে।

চাইব না আমি কখনও তোমারে এই একশ টাকার নোটটা।

দিন গড়াল, সপ্তাহ শেষ, মাস পর্যন্ত গেল পেরিয়ে,

তবু ফিরল না আমার অত কষ্টে জমানো একশ টাকার নোটটা।

রী বললাম আমি এক দিন, কি হল আমার টাকাটা?

নির্দ্বিধায় বলল সে মোরে, মদ খেয়ে উড়িয়ে দিয়েছি তারে,

আর কি পাবে তুমি তারে?


কেন খোঁজ নিয়ে শুধু শুধু তুমি বিরক্ত করো মোরে?

একশ টাকার কি বা মূল্য? ফুর করে যায় ফুরিয়ে!

একশ টাকা হারানোর বেদনা ভুলিতে পারি নাই তবু,

কি দরকার ছিল, ধার দেওয়া তারে,যে মদ ছাড়া কিছু জানে না কভু?

  



Rate this content
Log in

Similar bengali poem from Comedy