একলা
একলা


একলা আকাশ,
একলা আমি,
একলা তুমি।
সূর্য একলা,
চাঁদ একলা,
সবাই আমরা কেন একলা?
ঘুরছি সবাই একই বৃত্তে,গোলকধাঁধার ঘূর্ণিপাকে।
এসেছি একা যাবো একা,
কিসের এতো মান অভিমান,
একলা হয়েও একলা কভু, থাকবো না মোরা জীবিতকাল।
কষ্ট টাকে শিকেয় তুলে,
সামনে আনি আনন্দটাকে,
ঠিক যেমন সূর্যি মামা,
বর্ষাকালে, মুচকি হাসে আড়াল থেকে।