**শ্বাস**
**শ্বাস**


শ্বাস প্রশ্বাস চলছে মোদের
নিয়ম করে অবিরত,
রাখছি কি তার খেয়াল আদৌ
ক্লান্ত তারা হচ্ছে না তো?
হলেই বা কি যায় আসে
মোদের ভারি বয়েই গেলো
আষ্টেপৃষ্ঠে বাঁধা আছি
জীবন যুদ্ধে জিতব বলে।
জেতার কি আর শেষ আছে ভাই
পুনর্জন্ম নিচ্ছি তাই,
জেতার লড়াই জিততে এসে
ভুলে গেছি নিজেকে শেষে।
খেয়াল যে ভাই রাখতে হবে
দিন যে প্রায় শেষের দিকে
শ্বাসের দিকে রাখলে নজর
চঞ্চলতা পাবেনা কদর।
শ্বাসের সাথে প্রেম করো গো
ছলনা নয়, আসল প্রেম,
জীবন গতি কমলে পরে
যাবে তুমি অমর ঘরে।