'''দেহ
'''দেহ


ছোটো থেকে বড় হলাম
এই শুনে শুনে,
প্রাণ ভগবান, প্রাণই ঈশ্বর
তাই কি তুমি থাকো প্রিয়
সবার মনে মনে?
সত্যি কথা তাই যদি হয়,
তবে কেন দেখোনা তুমি
অকালে যত প্রাণ চলে যায়!
তখন তোমার খোঁজ কোথায়?
দেহ থেকে বেড়িয়ে গিয়ে
গিয়ে হও কি বিলীন হাওয়ায়?
কি ফুলে যে তুষ্ট তুমি
সবচেয়ে জানো ভালো নিজে,
ফুলটা যদি বলে দিতে
আনন্দেতে আনতাম খুঁজে।
তাইতো পরম, পুজবো তোমায়
দেহরূপ এই মন্দিরে,
আগলে রেখো সব দেহকে
দেহী রূপে সব যুগেতে।।
হে ঈশ্বর, হে সর্বেশ্বর,
ফুলরূপী এই সাধনটিকে
করিয়ে নিও সব দেহকে।।