একাকীত্ব
একাকীত্ব
গাড় নীল থেকে আকাশ নীল
সবুজ নীল কিংবা ফিকে নীল
শুধু পাহাড় আর পাহাড় ঘিরে
এত্ত গুলো নীল
নীল আর সবুজ রঙের ভালোবাসা যেখানে তৈরি হয়
সেখান থেকেই বোধহয় জন্ম নেয় প্রকৃতি।
এসব আমি রোজ দেখি আর ভাবি
তবে কি আমি ফিরে যাবো?
কিন্তু ফিরে গেলে সূর্যের রং যদি ঘোলাটে হয়ে যায়? যদি লাভা বৃষ্টি হয়? দুনিয়ার রং যদি ধূসর হয়ে যায়? ধর্মের কল যদি বাতাসেও নরতে থাকে?
তার চেয়ে এই ভালো
সবকিছু থেকে বিচ্ছিন্ন আমি
বিচ্ছিন্ন থাকাই হয়তো ভালো।
বিচ্ছিন্ন থাকাই শান্তির।
