STORYMIRROR

Arundhati Rax

Tragedy

4  

Arundhati Rax

Tragedy

একাকীত্ব

একাকীত্ব

1 min
194

গাড় নীল থেকে আকাশ নীল

সবুজ নীল কিংবা ফিকে নীল

শুধু পাহাড় আর পাহাড় ঘিরে

এত্ত গুলো নীল

নীল আর সবুজ রঙের ভালোবাসা যেখানে তৈরি হয়

সেখান থেকেই বোধহয় জন্ম নেয় প্রকৃতি।

এসব আমি রোজ দেখি আর ভাবি

তবে কি আমি ফিরে যাবো?

কিন্তু ফিরে গেলে সূর্যের রং যদি ঘোলাটে হয়ে যায়? যদি লাভা বৃষ্টি হয়? দুনিয়ার রং যদি ধূসর হয়ে যায়? ধর্মের কল যদি বাতাসেও নরতে থাকে?


তার চেয়ে এই ভালো

সবকিছু থেকে বিচ্ছিন্ন আমি

বিচ্ছিন্ন থাকাই হয়তো ভালো।

বিচ্ছিন্ন থাকাই শান্তির।


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy