STORYMIRROR

Arundhati Rax

Abstract Romance Tragedy

3  

Arundhati Rax

Abstract Romance Tragedy

স্বপ্ন

স্বপ্ন

1 min
189

অন্য কিছু হতে পারি আর নাই পারি,

পরের জন্মে পাহাড় হবো, সমুদ্র, নদী সব হবো।

গ্রাসমিয়ার প্রকৃতি হবো।

এঙ্গেলবার্গের তুষার রাত হবো।

চায়নার রেইনবো মাউন্টেন হবো।

পেরুর মাছুপিচ্ছু হবো।

গ্রিসের স্যন্তোরীনী হবো।

অস্ট্রেলিয়ার গ্রেট ওশেন রোড হবো।

জাপানের চেরি ব্লসমের মরসুম হবো।


রোহীনির ধোয়া ওঠা গরম চা হবো।

দোল মঞ্চের লাল আবীর হবো ।

গ্রীষ্মকালের দীর্ঘ বেলা হবো।

অষ্টমীর নতুন শাড়ী হবো।

দুর্গা পুজোর ঢাকের ছন্দ হবো।

পূর্নীমা রাতের মাদলের ডাক হবো।

কুমার শানুর গান হবো।

এনরিকের " লিটল গার্ল" গানটি ও হবো।

এ সব কিছু হতে পারি আর নাই পারি

তোমার প্রথম প্রেম হবো

হবো শেষ ভালোবাসা।।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract