।। এক আকার ।।
।। এক আকার ।।


হাজারের সাথে হাজার মিশলে,
তোমরা বলবে দুহাজার।
হাজারের সাথে হাজার মিশলে,
আমি দেখি একাকার!
স্বাকার না নিরাকার,
আমি দেখি একাকার!
পার্থনা আর আজানে,
অস্ত উদয় বলাকার।
আধাঁর থেকে আলো না আলো থেকে আধাঁর,
জলে মেটে তৃষ্ণা, আজও সবাকার।
একই আকাশ, একই বাতাস,
চাঁদ, তারা, আর ফুলের বাহার,
আমি দেখি একাকার!
হাজার সুর আর ছন্দের, এক সুরকার।
আর ক্ষুধার অন্ন, এক মুষ্টি আহার।
তোমার আমি না আমার তুমি,
কার হৃদয়ে - কার আধার,
আমি দেখি একাকার!
হাজার মনের ভ্রম,
প্রতিদিন বিকি - কিনির বাজার,
চিন্তা থেকে অন্তরীক্ষ, খেলা বড়ই মজাদার।
যেখানে শুরু সেখানেই শেষ,
প্রাকৃতিক পথ গোলাকার।
হাজারের সাথে হাজার মিশলে,
আমি দেখি এক আকার!