দূর্গা পূজোর আনন্দ
দূর্গা পূজোর আনন্দ


পুজো আসছে ,পুজো আসছে,
মা দুর্গা মর্ত্যে আসছে।
থাকবো মজায় এই কটা দিন,
ঘুরে বেড়াবো সারাটা দিন।
নতুন নতুন জামা, শাড়ি,
সারাটা দিন বিকিকিনি।
নতুন জামা পড়ে প্রতিদিন,
মজা করব এই কটা দিন।
ফুচকা আর তেঁতুল জলে,
ঝালে ভেসে যায় চোখের জলে।
পাঁপড়ি চাট এর ভেলপুরিতে,
বেশ কাটছে মন্ডপেতে।
ষষ্ঠী থেকে ঘোরাঘুরি,
সপ্তমীতে ভিড়ে ঠাসাঠাসি।
অষ্টমীতে ভোগ প্রসাদ,
নবমীতে মন বিষাদ।
বিসর্জনের বাজনা বাজে,
বিদায় বেলায় সবাই সাজে।
ছুটে বেড়ায় জগাই ,মাধাই,
মিষ্টিমুখ করে সবাই।
দুর্গা চলেন সবার ভিড়ে,
মিলিয়ে যান নদীর তীরে।