দুর্যোগ
দুর্যোগ
প্রকৃতির তহবিলে চড়াসুলে ঝড়ের দাপট,
কর্ষণে জলােচ্ছ্বাস, মুহুর্মুহু বিপুল বিক্ষোভ।
মহামারী, মৃত্যুমিছিল, শতাব্দীর প্রাচীন শােক, প্রকৃতির শক্তি পরীক্ষার উপাখ্যানেই লেখা হােক।
নারকীয় তাণ্ডব জুড়ে ঋণ পরিশােধ হাহাকারে, বিভৎস এই ধ্বংসমাদল বাজাচ্ছে রণহুংকারে|
কখনাে তুমি মাতৃবৎসল কখনাে বা তুমি খরা,
এ কী দুর্যোগ নাকি "গােদের ওপর বিষফোঁড়া"!
