দুর্গা দুর্গতিনাশিনী
দুর্গা দুর্গতিনাশিনী


আজ সকালেই খবর পেলাম পাশের পাড়ার রুমি
নিখোঁজ হয়েছে কাল রাত থেকে গোপন খবর শুনি
গোটা পাড়া জুড়ে রটে গেছে তার নষ্ট হাওয়ার কথা
কেমন করে সে নষ্ট হয়েছে তাতে নেই করো মাথা ব্যাথা
মনটা হঠাৎ ভারী হয়ে গেলো জমলো কালো মেঘ
দমিয়ে রাখা খুবই কঠিন দুরন্ত আবেগ
যেমন ছিলাম তেমনি গেলাম রুমির বাবার কাছে
জানতে চাইলাম কি হয়েছে মরমে মরে লাজে
খবর পেলাম কাশের বনে খবর পেলাম মেঘে
খবর পেলাম শিউলি তলায় ভোরের আলো লেগে
যে ছেলেটা প্রেম ছড়িয়ে পড়েছে আজ সরে
সেই ছেলেটাই রুমির গর্ভে দিয়েছে বীজ ভরে
সেই লাজেতেই মুখ ঢেকেছে বুক ঢেকেছে মেয়ে
ফুলে উঠা দেহের কথা শুনেছে মন দিয়ে
দুগ্গা পুজোর বাদ্দি বাজে উঠোন জুড়ে কান্না
আজ আমাদের ঘরে ঘরে বন্ধ হবে রান্না
খবরটা ঠিক কানে এলো মহালয়ার ভোরে
গোটা গ্রাম ভাসছে তখন চণ্ডী পাঠের সুরে
অনেক আশায় বুক বেঁধেছি শুরু দেবীপক্ষ
এবার অসুর বধিবো তোমায় লক্ষ্য করি বক্ষ
প্রেমিক রূপী অসূর তুমি কাল সর্পের বিষ
মুন্ডু তোমার ভাঙবো এবার হাতদুটো নিশপিশ
দুর্গা তুমি মর্তে এলে সঙ্গে এনো শান্তি
লক্ষী গণেশ সঙ্গে থাকুক ঘুচুক ভুল ভ্রান্তি
দুর্গা তুমি অসুর ছেড়ে সিংহ থেকে নামো
আর কতদিন এমনি থাকবে এবার তবে থামো
মর্তো ভূমে চলছে দেখো কোন অসুরের রাজ্য
এবার তো মা চিনতে শেখো যোগ বিয়োগ আর ভাজ্য
নকল ছেড়ে আসল চেনো যদিও চেনা শক্ত
মুখোশ ধারী অসুর গুলোই আজ তোমার ভক্ত
রুমির বাবার যা হারালো সেটা কে আর বুঝবে
এমনি যদি তোমার ঘটে কোথায় তাকে খুঁজবে
সময় যদি না হয় এখন তোমার গর্জে উঠার
আসল দুর্গা গর্জে উঠুক যারা তোমার ভোটার
আমার যত মা বোন আছো এসো কোমর বেঁধে
মানুষ রুপী অসুর গুলো উঠুক এবার কেঁদে
ত্রিশূল তোমার লাগবেনা মা লাগবে তোমার বুদ্ধি
তুমিই পারো উপরে ফেলতে ওদের শিকড় শুদ্দি
লাগবেনা মা দশ দেবতার দশ রকেরম অস্ত্র
থাকে যদি হেঁশেল বন্টি ওতেই ওরা ত্রস্ত
তোমরা হলে আসল দুর্গা নকল দুর্গা পুজি
মন্দিরেতে মন্দিরেতে কাঁসর ঘণ্টা বাজি
তোমরা যদি জেগে উঠো আমার ঘরে ঘরে
দৈত্য দানব যত আছে পরবে সবাই সরে
মহালয়ার এই সকালে তোমার পূজা করি
এই পৃথিবীর আকাশ বাতাস আনন্দে উঠুক ভরি।