দুঃসপ্ন
দুঃসপ্ন
দেখতে পাচ্ছি স্পষ্ট ঐ দেখা যায় দূরে এক কক্ষ,
হাসপাতালের বেডে পড়ে আছে রক্ত মাখা বক্ষ!
কে সেইটা বুঝতে নেই বাকি নিজেরই এক অংশ,
বারেবারে রাতে ঘুমুতে গিয়ে যে সপ্ন আসে অধিকাংশ
আসবে কি তুমি দেখতে আমায় সেই অবস্থায়!
চোখে মুখে চেয়ে দেখতে পারবে কতটা অসহায়।
হারিয়ে গেছে সব সুখ মনের হতাশায় নিমজ্জিত,
বারেবারে শুধু সপ্নে আসে আমি আছি সজ্জিত।
নিজের কাছেই পায়না খুজে এর কোনো উত্তর,
ভাষা পায়না এতোটুকু আর ভাবনা গুরুতর।
