দুঃখ(6)
দুঃখ(6)


জানি সে কেমন
তারে যে শুধুই চিনিয়াছি।
তারে যে বুঝিতে পারি নাই কখনোই
সারাকালব্যাপী শুধুই অনুধাবন করিয়াছি।।
তারে একবার যদি দেখিতাম
ক্ষমা চাইয়া লইতাম।
কি কঠিন তার রূপ দেখিয়া
আমি ভয় পাইয়া যাইতাম্।।
সে বারেবারে আসে আমার নিকটে
জানিনা তাহার কারণ, কেন সে এমন?
"নিষ্ঠুর"। মন ভাঙ্গিয়া যাই আমার
রোগগ্রস্ত চক্ষু হইতে ঘটে অশ্রুর নির্গমন।।
হে ঈশ্বর, পাঠাইলে কেন আমারে
এই নিরস দুনিয়ায়, যেথা নাই
কোনো স্নেহ, শুধুই মেলে বঞ্চনার ইতিহাস
দুঃখ যে আমার প্রেম, সুখ তো তাই নাই, হায়!
এ জীবন আমি রাখিতে চাই না।।