STORYMIRROR

Sipra Debnath

Tragedy Action

3  

Sipra Debnath

Tragedy Action

দর্শকের ভূমিকায়

দর্শকের ভূমিকায়

1 min
250

 


 সেই গোলাপ আর সুরভিত নেই এখন

 সেখান থেকে নষ্টামির দুর্গন্ধ

 নাকে ভেসে আসে।

 ক্রুশবিদ্ধ যীশুর মনেও এখন মারাত্মক বিষ

 যার যত গায়ে মাখার ইচ্ছে মেখে নাও

 নোংরা গন্ধ গা ঘিন ঘিন করা।

 ভরসা বিশ্বাস শব্দ দুটো ভীষণ সজাগ

 যদিও ভালোবাসা অন্ধ এরা তো ভালোবাসারই অঙ্গ

 ওরা সায় না দিলে ভালোবাসার মৃত্যু ঘটে।

 আঘাতে চূর্ণ বিচূর্ণ করে দেবার একটি নয় দুটি নয়

 অনেক উদাহরণ আছে

 বারবার সয়েছি তবু দূরে ঠেলে দেই নি। 

 পুরনো আঘাতের রক্তাক্ত ঘা 

 শুকোবার আগেই সে ব্যথা মেটার আগেই

 পরপর আরেক আঘাত আসে।

 তুমি খেলো যেমন ইচ্ছে যত ইচ্ছে

 আমি এবার দর্শকের ভূমিকায় থাকি।

 ভালোবাসা কোন দূর্বলতা নয়

 একজন সবল হৃদয়ের অধিকারীই

 ভালবাসতে জানে কেবল

 বাকিরা সবাই অভিনয়ের জগতে

 দিব্যি অভিনয় করছে আর নিজেকে 

 তামাশা করে তুলছে।


  

  

  


ଏହି ବିଷୟବସ୍ତୁକୁ ମୂଲ୍ୟାଙ୍କନ କରନ୍ତୁ
ଲଗ୍ ଇନ୍

Similar bengali poem from Tragedy