দিশারী-৩
দিশারী-৩
গৈরিক ওই বেশে
কে এলো মোদের দেশে?
উন্নত নাসা, প্রশস্ত ললাটে
ফিরে সে বাটে বাটে,
জীবনের জয়গানে
সকলে যে তাকে মানে,
দিকে দিকে তার বিজয় পতাকা,
মিছে আজ শুধু নিজেকে ভাবা,
জন্মদিনের আজি এ লগনে
তুমি যে আজ সবার মননে
তোমার চরণে ধন্য আমি
তুমি যে আমার চিরন্তন স্বামী।