ধার্মিক
ধার্মিক
ধর্ম নিয়ে ছুৎমার্গ-
সে চারপাশে প্রচণ্ডভাবে আছে!
হোক রক্তের রঙ লাল আমাদের;
তবুও চোখে হিংসার আগুন,
বারংবার হয় প্রজ্জলিত,
হিন্দুত্বের গুরুত্ব যায় না কমে -
অনাহারে থাকা মালিন্যের ভীড়ে
মুসলমানদের নামাজ ও পারেনা;
খালি পেট গুলো ভরতে,
খ্রিস্টানরা আজও বয়ে বেড়াচ্ছে-
যীশুর পবিত্র রক্তের দায়ভার!
জৈন,শিখ হোক বা হোক বৌদ্ধ -
ধর্ম মানুষকে এক নাকরে;
প্রতিনিয়ত করে তুলছে একা!
ধর্মের মোড়কে থাকছে-
ধর্মান্ধ সমাজের ঘৃণ্য রাজনীতি !
তার চেয়ে থাক্ না পৃথিবীতে -
একটি মাত্র মানবতার পথ,
অন্তঃত মানুষ গুলো বাঁচুক!