STORYMIRROR

Sanghamitra Roychowdhury

Abstract

3  

Sanghamitra Roychowdhury

Abstract

দেখা হবে

দেখা হবে

1 min
414


একদিন আমাদের ঠিক দেখা হবেই হবে,

এসপ্ল্যানেড কিম্বা টালিগঞ্জ মেট্রো স্টেশনে,

গড়িয়াহাট অথবা শ্যামবাজার পাঁচমাথা মোড়ে,

কলেজ স্ট্রিট বা লেনিন সরণী নয়তো হাজরা রোডে।

একদিন আমাদের ঠিক দেখা হবেই হবে,

বেদুইনদের দেশ ছাড়িয়ে হয়তো হোয়াইট ডেজার্টে,

চারমিনারের কদম ছুঁয়ে হয়তো বা রেড ফোর্টে,

উইম্বলডন কোর্টে খেলা দেখে এসে ফ্যামিলি কোর্টে।

তাও যদি না হয় আমাদের দেখা দুর্ভাগ্যক্রমে,

নির্ঘাত তবে দেখা হবে নন্দন চত্বরে, বা অ্যাকাডেমিতে,

নয়তো অবশ্যই মুখোমুখি হবো ঠেলাঠেলি ভিড়ে বইমেলা মাঠে।

অপেক্ষায় থেকো কথাখেলাপি ভেঙে কোনো এক লিটলম্যাগ স্টলে...


Rate this content
Log in

Similar bengali poem from Abstract