দেবীবন্দনা
দেবীবন্দনা


হে প্রচন্ড রুদ্রা দেবী, এসো এসো তুমি,
দখিনা ত্রস্ত বায় যেন অচিরেই রুদ্ধ হয় |
আঁধারভেদী তমসাহারিণী মাতা তুমি ,
তোমার খড়্গে সর্ব দুষ্ট -হীন -পাপীর বিনাশ
দেখুক সভ্যতা সংহারের জনক সব |
ওই প্রতাপে মা ধ্বংস করো সন্ত্রাসের
রুগ্ন, ভগ্ন , তবে হিংস্র এক প্রতিমূর্তি |
তোমার চরণের রক্তজবাই না হয় করে রাখো মোরে -
হে মা ঘনঘোর সংহারিণী , কণ্টক উন্মুক্তকারিনী ,
বিপত্তারিণী মা জাগাও এক অনির্বচনীয় সাহস |
অনল শিখা তব চক্ষু হতে
যেন জ্বালায়ে ছাড়ে অপশক্তির আগাছা |
তুমি এসো মা , এসো জগতেশ্বরী |
মর্ত্যধামের দৃশ্য দেখে মা তোমার লজ্জা ,
তবুও এই আলোকবন্ধনে তব মহিমাপূজা |
আলো করো বুকের আঁধার কুটির ,
দুর্বলেরে লড়ার শক্তি দিয়ো |
হে মা কৃপা প্রদায়িনী অরূপরূপা ,
তন্দ্রাজাগরিণী মহাবিদ্যা ,
তুমি খর্ব করো অহম , চক্ষুনিসৃত জ্যোতিতে |