STORYMIRROR

Piyanki Mukherjee

Abstract Others

3  

Piyanki Mukherjee

Abstract Others

চুম্বক

চুম্বক

1 min
214


থমকে যাওয়া পথের দুটো পাশই ভরে গেছে আগাছাতে

ভাবছি একটা দিক আমি পুড়িয়ে দেব । 

উনুন বিছিয়ে দেবো প্রচুর 


অন্যপাশে দেবো বৃষ্টি 


ছাই দেখে তামাম দুনিয়া যখন হিসেব কষবে, 

রাজনীতি রণনীতি আর দুর্নীতি আঁকবে মেঝেতে 


আমি তখন ইঁদুরের বিষ খুঁজছি আর ব্যাঙের জন্য কুয়ো খুঁড়তে খুঁড়তে পৌঁছে গেছি তোমার বাড়ির সদর দরজায় । 


আলপথ আটকে রাখতে পারেনি চৌকাঠ 

ভীড় ঠেলতে ঠেলতে অবশেষে শোবার ঘর চোখ ক্রমশ বন্ধ হয়ে আসছে 

হাই উঠছে 

উথলে উঠছে নিঃশ্বাস 

আমি বিছানার একপাশে ধর্মকে শুইয়ে রেখে 


বিপরীতে তোমাকেই চুম্বন করে চলেছি আজন্মকাল ।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract